রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদিন
শীত মওসুমে বের হলেন। সে সময় গাছের পাতা ঝরে
গেছে। পথিমধ্যে তিনি একটা গাছের দুটো ডাল হাতে
নিলেন, আর পাতাগুলো ঝরে পড়ে গেলো।
নবীজি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে
ডাকলেন, ‘ওহে আবূ যার!’
আমি সাড়া দিলাম, ‘হে আল্লাহর রাসূল! আমি হাজির!’
নবীজি বললেন, ‘যেভাবে এই গাছটি থেকে পাতাটা ঝরে
গেলো, যখন কোন মুসলিম বান্দাহ আল্লাহর সন্তুষ্টির
জন্যে সালাত আদায় করে, তখন তার পাপ সমূহ ঠিক
সেভাবেই ঝরে যায়।’
[মুসনাদ আহমাদ : ২১৫৯৬]
No comments:
Post a Comment