Wednesday, June 10, 2015



প্রশ্ন : রামাযানের ১ম দশ দিন রহমত, ২য় দশ দিন মাগফেরাত ও শেষ দশ দিন জাহান্নাম হ’তে মুক্তির সময়। উক্ত হাদীছটি কি ছহীহ?

উত্তর : সালমান ফারেসী (রাঃ) হ’তে উক্ত মর্মে বায়হাক্বী বর্ণিত হাদীছটি যঈফ (আলবানী, মিশকাত হা/১৯৬৫ ‘ছিয়াম’ অধ্যায়)।
বরং অনেক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, পুরা রামাযান মাসই রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসে জান্নাত ও রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা হয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৯৫৬ ‘ছিয়াম’ অধ্যায়)।
এ মাসে বহু লোক জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়
(তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/১৯৬০)।

No comments:

Post a Comment