Tuesday, June 9, 2015

মুসলিম, মেশকাত হা/৪১৬৭



জাবের রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'তিনি বলেন, তোমাদের কারো প্রতিটি কাজের সময় সয়তান তার পাঁশে একত্রিত হয়। সুতরাং যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, সে যেন তা তুলে ময়লা পরিষ্কার করে তা খেয়ে নেয় এবং সয়তানের জন্য তা ছেড়ে না দেয়। আর খাওয়ার শেষে যেন আঙ্গুল চেটে নেয়। কেননা, সে জানেনা খাদ্যের কোন অংশে বরকত রয়েছে'।
(মুসলিম, মেশকাত হা/৪১৬৭)

No comments:

Post a Comment