আবু শুরাইহ রাঃ হতে বর্ণিত, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
'' যে বেক্তি আল্লাহ্ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন অতিথির সম্মান করে। অতিথির জন্য উত্তম খানাপিনার বেবস্থা করা চাই এক দিন ও এক রাত। আর সাধারণভাবে অতিথিয়তা হল তিন দিন। এরপর যা করবে তা হবে সাদকা। আর মেহমান এর জন্য জায়েজ নয় এত সময় মেজবানের গৃহে অবস্থান করা যাতে তার কষ্ট হয়। ''
(বুখারি,মুসলিম,মেশকাত হা/৪২৪৪)
No comments:
Post a Comment