Monday, June 8, 2015

মুওয়াত্ত্বা, ইবনু মাজাহ, মিশকাত হা/১৩৯৮



রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘হে মুসলমানগণ! জুম‘আর
দিনকে আল্লাহ তোমাদের
জন্য (সাপ্তাহিক) ঈদের
দিন হিসাবে নির্ধারণ
করেছেন ( ﺟَﻌَﻠَﻪُ ﺍﻟﻠﻪُ ﻋِﻴْﺪًﺍ )।
তোমরা এদিন মিসওয়াক
কর, গোসল কর ও সুগন্ধি
লাগাও’।

মুওয়াত্ত্বা, ইবনু
মাজাহ, মিশকাত হা/১৩৯৮
‘ছালাত’ অধ্যায়-৪,
‘পরিচ্ছন্নতা অর্জন ও সকাল
সকাল মসজিদে গমন’
অনুচ্ছেদ-৪৪।

No comments:

Post a Comment