Sunday, June 7, 2015

প্রশ্ন : সরকারী এমপিওভুক্ত মাদ্রাসায় যাকাত, ফেৎরা, ওশর, কুরবানীর চামড়া ইত্যাদি গ্রহণ করা এবং তা প্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে কি?



প্রশ্ন : সরকারী
এমপিওভুক্ত মাদ্রাসায়
যাকাত, ফেৎরা, ওশর,
কুরবানীর চামড়া ইত্যাদি
গ্রহণ করা এবং তা
প্রয়োজনীয় খাতে ব্যয়
করা যাবে কি?


উত্তর : সরকারী এমপিওভুক্ত
মাদ্রাসায় এসব অর্থ গ্রহণ
করা যাবে না। বরং এযুগে
বেসরকারী মাদরাসা
সমূহের মধ্যে যারা ছহীহ
আক্বীদা ও আমল প্রচার ও
প্রসারের লক্ষ্যে এবং
একদল দাঈ ইলাল্লাহ সৃষ্টির
উদ্দেশ্যে কাজ করে
যাচ্ছে এবং যাদের
পর্যাপ্ত আর্থিক সক্ষমতা
নেই, কেবল তারাই এসব
‘ফী সাবীলিল্লাহ’
খাতের দানগুলি গ্রহণ
করতে পারবে
ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment