প্রশ্ন : চার বা তিন
রাক‘আত বিশিষ্ট
ছালাতের প্রথম
তাশাহহুদে দরূদে
ইবরাহীমী পাঠ করা
যাবে কি?
উত্তর : তিন বা চার
রাক‘আত বিশিষ্ট
ছালাতের প্রথম বৈঠকে
কেবল তাশাহহুদ পড়াই
যথেষ্ট। ইবনু মাসঊদ (রাঃ)
বলেন, আমাদের উপর
তাশাহহুদ ফরয হওয়ার পূর্বে
আমরা বলতাম, ‘আসসালামু
‘আলাল্লাহি মিন
ইবাদিহী’। রাসূলুল্লাহ
(ছাঃ) আমাদেরকে
বললেন, তোমরা এটা না
বলে বরং
‘আত্ত্বাহিইয়াতু... বল’
(নাসাঈ হা/১১৬৮, ইরওয়া
হা/৩১৯) ।
প্রথম বৈঠকে তাশহ্হুদের
পরে দরূদ পাঠ না করার
বিষয়টি বিভিন্ন হাদীছ
দ্বারা বুঝা যায়। যেমন (১)
ইবনু মাসঊদ (রাঃ) বলেন
যে, তাঁকে আল্লাহর রাসূল
(ছাঃ) তাশাহ্হুদ শিক্ষা
দেন। ... অতঃপর তিনি
ছালাতের মধ্যখানে
হ’লে তাশাহ্হুদ পড়েই উঠে
যেতেন। আর শেষ বৈঠক
হ’লে তাশাহ্হুদের পরে
ইচ্ছামত দো‘আ করতেন।
অতঃপর সালাম
ফিরাতেন’ (আহমাদ
হা/৪৩৮২, ছহীহ ইবনু
খুযায়মা হা/৭০৮, সনদ
হাসান) ।(২) আবুবকর (রাঃ)
যখন প্রথম বৈঠকে বসতেন,
তখন তিনি যেন গরম
পাথরের উপরে বসতেন’
(মুছান্নাফ ইবনু আবী
শায়বাহ হা/৩০৩৪, সনদ
ছহীহ, ইবনু হাজার,
তালখীছুল হাবীর
হা/৪০৬) । (৩) ইবনু ওমর
থেকেও অনুরূপ বর্ণনা
এসেছে (ইবনু আবী শায়বাহ
হা/৩০৩৭) ।
ইবনুল ক্বাইয়িম (রহঃ)
বলেন, প্রথম বৈঠকে
রাসূলুল্লাহ (ছাঃ) দরূদ
পাঠ করেছেন মর্মে কিছুই
বর্ণিত হয়নি। যিনি
এটাকে মুস্তাহাব বলেন,
তিনি দরূদ পাঠের
সাধারণ নির্দেশের
উপরে ধারণা করেই সম্ভবত
এটা বলেন। যদিও শেষ
বৈঠকে দরূদ পাঠের
বিষয়টি বিশুদ্ধভাবে স্পষ্ট
হয়ে গেছে’ (যাদুল মা‘আদ
১/২৩৭; ফিক্বহুস সুন্নাহ
১/১২৯) ।
ইমাম তিরমিযী বলেন,
উক্ত আমল জারি রয়েছে
বিদ্বানগণের নিকটে’
(তিরমিযী হা/৩৬৬-এর
আলোচনা)। তবে অনেক
বিদ্বান তাশাহহুদ পাঠের
‘আম’ হাদীছের আলোকে
প্রথম তাশাহহুদে দরূদ পাঠ
করা জায়েয বলেন
(ছিফাতু ছালাতিন্নবী
পৃঃ ১৪৬; ছহীহাহ হা/৮৭৮-
এর আলোচনা)।
No comments:
Post a Comment