খুৎবা চলা
অবস্থায় মসজিদে প্রবেশ
করলে কেবল দু’রাক‘আত
‘তাহিইয়াতুল মাসজিদ’
সংক্ষেপে আদায় করে বসে
পড়বে। [18] (৭) রাসূলুল্লাহ
(ছাঃ) জুম‘আ থেকে
অলসতাকারীদের ঘর
জ্বালিয়ে দিতে
চেয়েছিলেন। [19] (৮)
তিনি বলেন, জুম‘আ
পরিত্যাগকারীদের হৃদয়ে
আল্লাহ মোহর মেরে দেন।
অতঃপর তারা গাফেলদের
অন্তর্ভুক্ত হয়ে যায়’। [20] (৯)
তিনি আরও বলেন, যে ব্যক্তি
অবহেলা ভরে পরপর তিন জুম‘আ
পরিত্যাগ করল, সে ব্যক্তি
ইসলামকে পশ্চাতে
নিক্ষেপ করল’। [21] (১০) অন্য
বর্ণনায় এসেছে, যে ব্যক্তি
বিনা ওযরে তিন জুম‘আ
পরিত্যাগ করল, সে ব্যক্তি
‘মুনাফিক’। [22]
[18] . মুসলিম, মিশকাত
হা/১৪১১ ‘খুৎবা ও ছালাত’
অনুচ্ছেদ-৪৫; আবুদাঊদ
হা/১১১৬।
[19] . মুসলিম, মিশকাত
হা/১৩৭৮ ‘জুম‘আ ওয়াজিব
হওয়া’ অনুচ্ছেদ-৪৩।
[20] . মুসলিম, মিশকাত
হা/১৩৭০, অনুচ্ছেদ-৪৩।
[21] . আবু ইয়া‘লা, ছহীহ আত-
তারগীব হা/৭৩৩; আবুদাঊদ,
তিরমিযী, মিশকাত
হা/১৩৭১।
[22] . ছহীহ ইবনু খুযায়মা
হা/১৮৫৭; ছহীহ আত-তারগীব
হা/৭২৬-২৮; মির‘আত ৪/৪৪৬।
হা/১৪১১ ‘খুৎবা ও ছালাত’
অনুচ্ছেদ-৪৫; আবুদাঊদ
হা/১১১৬।
[19] . মুসলিম, মিশকাত
হা/১৩৭৮ ‘জুম‘আ ওয়াজিব
হওয়া’ অনুচ্ছেদ-৪৩।
[20] . মুসলিম, মিশকাত
হা/১৩৭০, অনুচ্ছেদ-৪৩।
[21] . আবু ইয়া‘লা, ছহীহ আত-
তারগীব হা/৭৩৩; আবুদাঊদ,
তিরমিযী, মিশকাত
হা/১৩৭১।
[22] . ছহীহ ইবনু খুযায়মা
হা/১৮৫৭; ছহীহ আত-তারগীব
হা/৭২৬-২৮; মির‘আত ৪/৪৪৬।
No comments:
Post a Comment