Saturday, June 6, 2015

প্রশ্ন : প্রতি ওয়াক্ত ছালাতের ইক্বামতের পূর্বে ইমাম ছাহেব কাতার সোজা করা, পায়ে পা ও কাঁধে কাঁধ মিলানো এবং ইক্বামতের জবাব দানের জন্য মুছল্লীদের প্রতি আহবান জানান। এটা কি শরী‘আতসম্মত?




প্রশ্ন  : প্রতি ওয়াক্ত ছালাতের
ইক্বামতের পূর্বে ইমাম ছাহেব কাতার সোজা
করা, পায়ে পা ও কাঁধে কাঁধ মিলানো এবং
ইক্বামতের জবাব দানের জন্য মুছল্লীদের
প্রতি আহবান জানান। এটা কি
শরী‘আতসম্মত?
 

 উত্তর : রাসূল (ছাঃ) ইকামতের পূর্বে নয়; বরং
পরে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা
করে দাঁড়াতে বলতেন। কিন্তু এ সময় ইকামতের
জবাব দিতে বলতেন মর্মে দলীল পাওয়া যায়
না। তবে আযান ও ইক্বামত দু’টিকেই যেহেতু
হাদীছে আযান বলে অভিহিত করা হয়েছে,
সেহেতু ইক্বামতেরও জবাব দিতে হবে (ফিক্বহুস
সুন্নাহ ১/৮৮) । আনাস (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমরা কাতার
সোজা কর, আমি তোমাদেরকে পিছন থেকে
দেখতে পাই’। তিনি (আনাস) বলেন, আমরা
কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে
দাঁড়াতাম’ (বুখারী, হা/৭২৫)। আবু শাজারা
বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘তোমরা
কাতার সোজা কর। তোমরা সারিবদ্ধ হও,
ফেরেশতাদের সারিবদ্ধ হওয়ার মত। তিনি
আরও বলেন, তোমরা কাঁধ সামনা-সামনি কর।
মধ্যের ফাঁকা বন্ধ কর। শয়তানের জন্য ফাঁকা
ছেড়ে দিয়ো না। যারা কাতার মিলিয়ে দাঁড়ায়
আল্লাহ তাদের প্রতি দয়া করেন (সিলসিলা
ছহীহাহ হা/৭৪৩) । 



অন্য বর্ণনায় এসেছে,
নবী করীম (ছাঃ) বলেছেন, ‘তোমরা কাতারের
মধ্যের ফাঁকা বন্ধ কর। কেননা শয়তান কালো
বকরীর বাচ্চার ন্যায় তোমাদের কাতারের ফাঁক
দিয়ে প্রবেশ করে’ (আহমাদ, মিশকাত
হা/১১৩১) । উদ্ধৃত হাদীছ সমূহ দ্বারা
প্রমাণিত হয় যে, ছালাতে পায়ের সাথে পা,
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ
প্রাচীরের ন্যায় দাঁড়াতে রাসূল (ছাঃ) নির্দেশ
দিতেন


No comments:

Post a Comment