Saturday, June 6, 2015

প্রশ্ন : জনৈকা মহিলার মাথায় জট আছে। তা কেটে ফেললে তার ক্ষতি হবে বলে ধারণা করা হয়। শরী‘আতের দৃষ্টিকোণ থেকে এতে ক্ষতির কোন আশংকা আছে কি?



প্রশ্ন : জনৈকা
মহিলার মাথায় জট আছে।
তা কেটে ফেললে তার
ক্ষতি হবে বলে ধারণা
করা হয়। শরী‘আতের
দৃষ্টিকোণ থেকে এতে
ক্ষতির কোন আশংকা
আছে কি?


উত্তর : ঐ মহিলার চুলের জট
আগে কাটতে হবে এবং এর
মাধ্যমে তার
কুসংস্কারপূর্ণ আক্বীদার
জট ছাড়াতে হবে। ‘জট কারু
উপকার বা ক্ষতি করতে
পারে না আল্লাহর হুকুম
ব্যতীত’ এই আক্বীদা তার
হৃদয়ে প্রতিষ্ঠিত করতে
হবে। অতঃপর তার চুলের
যত্ন নিতে হবে।
প্রয়োজনে চিকিৎসা
করাতে হবে। কেননা
সাধারণতঃ চুলের
অযত্নের কারণেই এরূপ
অবস্থার সৃষ্টি হয়ে থাকে।
রাসূল (ছাঃ) বলেন, যার
চুল আছে, সে যেন স্বীয়
চুলকে সম্মান করে অর্থাৎ
যত্ন নেয় (বুখারী, মুসলিম,
মিশকাত হা/৪৪৫০) ।

No comments:

Post a Comment