Tuesday, June 9, 2015

হাদিস, মুয়াত্তা ইমাম মালেক, আবু দাঊদ, নাসাঈ, বঙ্গানুবাদ মেশকাত হা/১৪৭৫ ৪থ খণ্ড



জাবের ইবনু আতিক রাঃ বলেন, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
'' আল্লাহ্‌র রাস্থায় যুদ্ধ করে শহিদ হওয়া বেতিত আরও সাত শ্রেণীর শহিদ রয়েছে,
১/ মহামারীতে মৃত বেক্তি শহিদ
২/ পানিতে ডুবে মৃত বেক্তি শহিদ
৩/ 'যাতুল জানব বা প্লেগ রোগ (এমন রোগ যাতে পাজরের নিচে হৃদয়ের নিকটে দানা উঠে এবং রোগীর শ্বাস নিতে কষ্ট হয় এমন রোগে) মৃত বেক্তি শহিদ
৪/পেটের রোগে মৃত বেক্তি শহিদ
৫/ আগুনে পুড়ে মৃত বেক্তি শহিদ
৬/কোনকিছু চাপা পড়ে মৃত বেক্তি শহিদ
৭/ প্রসবকালে মৃত স্ত্রীলোক শহিদ । ''

(হাদিস, মুয়াত্তা ইমাম মালেক, আবু দাঊদ, নাসাঈ, বঙ্গানুবাদ মেশকাত হা/১৪৭৫ ৪থ খণ্ড)

No comments:

Post a Comment