Tuesday, June 9, 2015

মুসলিম, মেশকাত হা/৩০৯৯



আবু সাঈদ খুদরী রাঃ বলেন, রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
পুরুষেরা একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবেনা। তেমনি নারীরাও পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাবেনা। দু'জন পুরুষ একই কাপড়ের নিচে শয়ন করবেনা। তেমনি দু'জন নারী একই কাপড়ের নিচে শয়ন করবেনা।
(মুসলিম, মেশকাত হা/৩০৯৯)

No comments:

Post a Comment