রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
আল্লাহ হাঁচি পসন্দ করেন
এবং হাই তোলা অপসন্দ
করেন। অতএব তোমাদের
কেউ যখন হাঁচি দেয় এবং
‘আলহামদুলিল্লা-হ’ বলে, তখন
যে মুসলিম তা শুনে, তার
উপরে কর্তব্য হয়ে যায় ঐ
ব্যক্তির উদ্দেশ্যে
‘ইয়ারহামুকাল্লা-হ ’ বলে
দো‘আ করা। তিনি বলেন,
হাই তোলা শয়তানের পক্ষ
থেকে হয়। অতএব যখন
তোমাদের কেউ হাই
তোলে, তখন সে যেন
সাধ্যপক্ষে তা চাপা দেয়।
কেননা তোমাদের কেউ
হাই তুললে ও ‘হা’ করে মুখ
খুলে শব্দ করলে শয়তান
হাসে। [29] তিনি একথাও
বলেছেন যে, তোমাদের
যখন হাই আসে, তখন মুখে হাত
দিয়ে তা চেপে রাখবে।
নইলে শয়তান সেখানে ঢুকে
পড়বে। [30]
আল্লাহ হাঁচি পসন্দ করেন
এবং হাই তোলা অপসন্দ
করেন। অতএব তোমাদের
কেউ যখন হাঁচি দেয় এবং
‘আলহামদুলিল্লা-হ’ বলে, তখন
যে মুসলিম তা শুনে, তার
উপরে কর্তব্য হয়ে যায় ঐ
ব্যক্তির উদ্দেশ্যে
‘ইয়ারহামুকাল্লা-হ ’ বলে
দো‘আ করা। তিনি বলেন,
হাই তোলা শয়তানের পক্ষ
থেকে হয়। অতএব যখন
তোমাদের কেউ হাই
তোলে, তখন সে যেন
সাধ্যপক্ষে তা চাপা দেয়।
কেননা তোমাদের কেউ
হাই তুললে ও ‘হা’ করে মুখ
খুলে শব্দ করলে শয়তান
হাসে। [29] তিনি একথাও
বলেছেন যে, তোমাদের
যখন হাই আসে, তখন মুখে হাত
দিয়ে তা চেপে রাখবে।
নইলে শয়তান সেখানে ঢুকে
পড়বে। [30]
[29] . বুখারী, মুসলিম,
মিশকাত হা/৪৭৩২,
অধ্যায়-২৫, অনুচ্ছেদ-৬।
[30] . মুসলিম, মিশকাত
হা/৪৭৩৭। উল্লেখ্য যে, এ সময়
‘লা হাওলা অলা কুউওয়াতা
ইল্লা বিল্লা-হ’ বলার
কোন প্রমাণ নেই।
মিশকাত হা/৪৭৩২,
অধ্যায়-২৫, অনুচ্ছেদ-৬।
[30] . মুসলিম, মিশকাত
হা/৪৭৩৭। উল্লেখ্য যে, এ সময়
‘লা হাওলা অলা কুউওয়াতা
ইল্লা বিল্লা-হ’ বলার
কোন প্রমাণ নেই।
No comments:
Post a Comment