Thursday, June 4, 2015

মৃত্যুর পর পাঁচটি কাজ

মৃত্যুর পর পাঁচটি কাজ দ্রুত
সম্পাদন করতে হয়। যথা
গোসল, কাফন, জানাযা,
জানাযা বহন ও দাফন।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
ﺃَﺳْﺮِﻋُﻮﺍ ﺑِﺎﻟْﺠِﻨَﺎﺯَﺓِ، ﻓَﺈِﻥْ ﺗَﻚُ ﺻَﺎﻟِﺤَﺔً
ﻓَﺨَﻴْﺮٌ ﺗُﻘَﺪِّﻣُﻮْﻧَﻬَﺎ ﺇِﻟَﻴْﻪِ، ﻭَﺇِﻥْ ﻳَﻚُ ﺳِﻮَﻯ
ﺫَﻟِﻚَ ﻓَﺸَﺮٌّ ﺗَﻀَﻌُﻮْﻧَﻪُ ﻋَﻦْ ﺭِﻗَﺎﺑِﻜُﻢْ
‘তোমরা জানাযা করে
দ্রুত লাশ দাফন কর। কেননা
যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয়,
তবে তোমরা ‘ভাল’-কে দ্রুত
কবরে সমর্পণ কর। আর যদি
অন্যরূপ হয়, তাহ’লে ‘মন্দ’-কে
দ্রুত তোমাদের কাঁধ থেকে
নামিয়ে দাও’।

মুত্তাফাক্ব ‘আলাইহ,
মিশকাত হা/১৬৪৬
‘জানায়েয’ অধ্যায়-৫,
অনুচ্ছেদ-৫।

No comments:

Post a Comment