গোশত ছাড়াই ওয়ালীমা করা জায়েয ঃ
যে কোনো সাধারণ খাদ্য দ্বারা ওয়ালীমা করা জায়েয। তাতে গোশতের কোনো ব্যবস্থা না থাকলেও। রাসূল(ﷺ) কখন কখন খুব সাধারণ খাদ্য দ্বারা ওয়ালীমার ব্যবস্থা করেছেন।
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللهِ
أَعْتَقَ صَفِيَّةَ وَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا وَأَوْلَمَ عَلَيْهَا بِحَيْسٍ
(مسلم كتاب النكاح ৫১৬৯)
আনাস (রা) বলেন, রাসূল (ﷺ)ছাফীয়্যা (রা) কে মুক্ত করে বিবাহ করলেন এবং তাঁর মুক্তিপণ কে তাঁর মোহর নির্ধারণ করলেন। তিনি তাঁর ওয়ালীমার ব্যবস্থা করলেন। খেজুর, পনির ও ঘি দ্বারা তৈরি ‘হায়স’ নামক খাদ্য দিয়ে। (বুখারী মুসলিম মিশকাত হা/৩২১৩, বাংলা মিশকাত হাঃ/৩০৭৫)
عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ أَوْلَمَ النَّبِيُّ
عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ
(بخاري ৫১৭২)
ছাফীয়্যা বিনতে শায়বা (রা) বলেন, নবী (ﷺ) তাঁর এক স্ত্রীর ওয়ালীমা করেছিলেন মাত্র দুই মুদ যব দ্বারা। (বুখারী মিশকাত হাঃ/৩২১৫ বাংলা মিশকাত হাঃ/৩০৭৭)
No comments:
Post a Comment