Sunday, June 14, 2015

তারাবিহ সলাত নিয়ে কেন এতো বিভক্তি?


তারাবিহ সলাত নিয়ে কেন এতো বিভক্তি?


‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : ‘‘যে
ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশায় রমজানের
(রাত্রে তারাবিহর) নামাজ পড়ে তার পূর্বেকার
গুনাহসমুহ মোচন হয়ে যায়। (বুখারি-২০০৯,
মুসলিম-৭৫৯)
তারাবি তোঁ পরবেন কিন্তু কতো রাকাত?
আয়শা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের
বাহিরে ১১ রাকাতের চেয়ে বেশী পরতেন না।
(বুখারি-১১৪৭, মুসলিম-৭৩৮)
অবশ্য অন্য বর্ণনায়, ইবনে আব্বাস (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম রাতে ১৩ রাকাত সলাত আদায় করতেন।
(মুসলিম-৭৬৪)
অর্থাৎ রাতের সলাত ও বীতর মিলে ১১ রাকাত বা ১৩
রাকাত পড়তে পারেন(৮ রাকাত রাতের সলাত+৩ রাকাত
বীতর বা ১০ রাকাত রাতের সলাত+৩ রাকাত বীতর)
কিন্তু আমরা যেহেতু তারাবির সলাত মসজিদে পড়ি তাই
যে মসজিদে ৮ রাকাত তারাবিহ পরানো হয় অবশ্যই
ভালো হবে সেই মসজিদেই তারাবির সলাত আদায়
করা কেননা এতে রয়েছে রাসুল (সাঃ)-এর পরিপূর্ণ
অনুসরণ কিন্তু যে মসজিদে ২০ রাকাত পরানো হয়
সেখানেও পড়তে পারেন তবে ৮ রাকাত পর্যন্ত
সুন্নাত হবে বাকিটা হবে নফল। (শাইখ আব্দুল হামিদ
ফাইযি আল মাদানি)
এ ব্যাপারে শাইখ বিন বায (রঃ)-এর ফতওয়া হচ্ছে-
তারাবীর ব্যাপারে স্বাধীনতা রয়েছে কিন্তু উত্তম
হচ্ছে ১১ রাকাত পড়া। (ফতওয়া ইমাম ইবনু বায
১১/৩২০-৩২৪)
তাই মসজিদের ইমাম যদি ৮ রাকাত পড়ান তবে তিনি
উত্তম কাজ করলেন আর এটাই রাসুল (সাঃ)-এর প্রকৃত
অনুসরণ কিন্তু ২০ রাকাত পরালে, এটা নিয়ে ঝগড়া
ফ্যাসাদ করবেন না, আর মহিলারা বাড়িতে একাকীও
পড়তে পারেন কিংবা কয়েকজন মিলে জামাত করেও
পড়তে পারেন এবং ১১ রাকাত পরবেন যেটা অসংখ্য
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।

No comments:

Post a Comment