দাড়ি মুণ্ডন করা যাবে না ঃ
দাড়ি মুণ্ডন করা মুসলিমদের জন্য নিকৃষ্ট কাজ। সুস্থ রুচিবোধ সম্পন্ন ব্যক্তির কাছে তার চাইতে অধিক নিকৃষ্ট কাজ আর নেই। অনেক পুুরুষই সৌন্দর্যের উদ্দেশ্যে দাড়ি কামায়। বিশেষ করে নতুন বর তার নবধুর কাছে দাড়ি না কামিয়ে প্রবেশ করা লজ্জাজনক এবং অসম্মানজনক কাজ মনে করে। এক শ্রেণীর মানুষ বয়সপ্রাপ্ত হওয়ার পূর্বে দাঁড়ি ছাড়া লজ্জাজনক কাজ মনে করে। এক শ্রেণীর যুবক বিয়ের পূর্বে দাড়ি ছাড়া লজ্জাজনক কাজ মনে করে অথচ এটা নবীদের বৈশিষ্ট্য। দাড়ি কামালে চারটি অবৈধ পথ অবলম্বন করা হয়।
প্রথমঃ সৃষ্টির পরিবর্তন ঃ দাড়ি হচ্ছে পুরুষদের জন্য বিশেষ পরিচিতি। নারী থেকে পুরুষকে পৃথক করার জন্য দাড়ি আল্লাহ্র এক বিশেষ অনুগ্রহ। যা কামিয়ে ফেললে সৃষ্টির পরিবর্তন ঘটানো হয়। যা আল্লাহ্ তা‘আলা নিষেধ করেছেন (নেসা ১১৯), যারা সৃষ্টির পরিবর্তন ঘটায় রাসূল (ﷺ) তাদের প্রতি অভিশাপ করেছেন। (মুসলিম মিশকাত হাঃ/৪৪৩১, পোশাক অধ্যায়, চুল আঁচড়ানো অনুচ্ছেদ)
দ্বিতীয়ঃ রাসূল (ﷺ) এর আদেশের বিরোধিতা করা হয়। একাধিক ছহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রাসূল (ﷺ) দাড়ি ছাড়ার আদেশ করেছেন।
عَنْ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ
قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللُّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ
ইবনে ওমর (রা) বলেন, নবী (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা কর এবং দাড়ি ছাড় ও গোঁফ একেবারে খাটো কর। (বুখারী, মুসলিম, মিশকাত হাঃ/৪৪২১)
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ
انْهَكُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى
(البخاري ৫৮৯৩)
ইবনে ওমর (র) বলেন, রাসূল বলেছেন গোঁফ একেবারে ছোট কর এবং দাড়ি ছেড়ে দাও। (বুখারী, মুসলিম, আদাবুয যিফাফ আলবানী ২০৯ পৃঃ)
তৃতীয় ঃ কাফিরদের সাদৃশ্যের অনুকরণ করা হয়।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ
جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللُّحَى خَالِفُوا الْمَجُوسَ
(مسلم ৩৮৩)
আবু হুরাযরা (রা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, গোঁফ খাট কর, দাড়ি লম্বা কর অগ্নিপূজকদের বিরোধিতা কর (মুসলিম, আদাবুয যিফাফ আলবানী ২১০ পৃঃ)। অত্র হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যারা দাড়ি মুন্ডায় তারা আগুন পূজকদের অনুকরণ করে।
চতুর্থ ঃ দাড়ি মুন্ডালে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা হয়। পুরুষদের জন্য দাড়ি থাকা যেমন সৌন্দর্যের কারণ মহিলাদের দাড়ি না থাকা তেমন সৌন্দর্য বৃদ্ধির কারণ। যারা দাড়ি কামিয়ে মহিলাদের মতো হতে চায় আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন।
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللهِ
الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ
(البخاري ৫৮৮৫)
ইবনে আব্বাস (রা) বলেন, রাসূল (ﷺ) মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারী মহিলাদেরকে অভিশাপ করেছেন। (বুখারী, মুসলিম, মিশকাত হাঃ/৪৪২৯, পোশাক অধ্যায়, চুল আঁচড়ানো অনুচ্ছেদ)
No comments:
Post a Comment