Sunday, June 7, 2015

(সহীহ বুখারী)



আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী ইসরাঈল সম্প্রদায়ের এমন একজন লোকের ঘটনা বর্ণনা করলেন যিনি একই সম্প্রদায়ের অন্য একজন লোকের নিকট এক হাজার দীনার (স্বর্ণ মুদ্রা) কর্জ চাইল। সে বললঃ সাক্ষী নিয়ে আস। লোকটি বললঃ সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সে পুনরায় বললঃ তাহলে একজন যিম্মাদার নিয়ে আস। লোকটি বললঃ যিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। সে বললঃ আপনি ঠিকই বলেছেন। অতঃপর তাকে নির্ধারিত সময়ের জন্য এক হাজার দীনার দিয়ে দিল। এক হাজার দীনার নিয়ে লোকটি সমুদ্র পথে ভ্রমণে বের হল। ভ্রমণ শেষে নির্ধারিত তারিখে ফেরত এসে পাওনা পরিশোধ করার জন্য যান বাহনের অনুসন্ধান করল। কিন্তু সে কোন যান বাহন খুঁজে পেলনা। সে একটি কাঠ হাতে নিয়ে তা ছিদ্র করে তাতে এক হাজার দীনার ভরে দিল এবং পাওনাদার বরাবর একটি চিঠি লিখে দিল। অতঃপর ছিদ্রটি বন্ধ করে সাগরের তীরে এসে বললঃ হে আল্লাহ! আপনি তো জানেন আমি অমুকের নিকট থেকে একহাজার দীনার কর্জ নিয়েছি। সে একজন যিম্মাদার চেয়েছিল। আমি বললামঃ যিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। এতে সে সন্তুষ্ট হয়েছে। সে একজন সাক্ষী চেয়েছিল। আমি বললামঃ সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সে এতেও সন্তুষ্ট হয়েছে। আর আমি যানবাহন অনুসন্ধান করেছি যাতে আমি তার পাওনা দীনার পরিশোধ করতে পারি। কিন্তু আমি কোন যানবাহন পেলামনা। তাই আমি আপনার যিম্মায় উহা রেখে দিচ্ছি। এ কথা বলে সে কাঠটি সাগরে নিক্ষেপ করল। কাঠটি সাগরে ডুবে গেল। অতঃপর লোকটি ফিরে গেল। এরপরও সে দেশে ফেরার জন্য যানবাহনের অনুসন্ধান করতে থাকল। এ দিকে যার কাছ থেকে ঋণ নিয়েছিল নির্ধারিত দিনে সে সাগরের তীরে অপেক্ষা করছিল। হয়তবা কোন নৌযান তার মুদ্রাগুলো নিয়ে আসবে। সে হঠাৎ সেই কাঠটি দেখতে পেল যাতে ছিল তার স্বর্ণমুদ্রাগুলো। পরিবারের জন্য জ্বালানি হিসাবে সে কাঠটি নিয়ে গেল। কাঠটি চিরে তার ভিতরে একহ াজার দীনার ও চিঠি খানা পেয়ে গেল। অতঃপর সেই লোকটি দেশে ফিরে আরো এক হাজার দীনার নিয়ে ঋণদাতার নিকট গিয়ে বললঃ আল্লাহর শপথ! আমি তোমার সম্পদ ফেরত দিতে আসার জন্য যথাসময়ে নৌযানের অনুসন্ধান করতে কোন ত্র“টি করিনি। কিন্তু যে নৌযানে আরোহন করে আসলাম তা ব্যতীত অন্য কোন নৌযান পাইনি। সে বললঃ তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? এই কথার পর সে বললঃ তুমি কাঠের মধ্যে যে মুদ্রাগুলো পাঠিয়েছিলে আল্লাহ তা’আলা তা আমার নিকট পৌঁছিয়ে দিয়েছেন। তুমি তোমার এক হাজার দীনার নিয়ে ফেরত যাও।
(সহীহ বুখারী)

No comments:

Post a Comment