Sunday, June 14, 2015

মঙ্গলজনক কিছু দেখলে বা.................বুখারী,মুসলিম,মিশকাত,হাকেম,সিলসিলা ছহীহাহ l


(ক) মঙ্গলজনক কিছু দেখলে
বা শুনলে বলবে, ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ
‘আলহামদুলিল্লা-হ’

 (খ) পসন্দনীয় কিছু দেখলে বা
শুনলে বলবে, ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ ﺍﻟَّﺬِﻱْ
ﺑِﻨِﻌْﻤَﺘِﻪِ ﺗَﺘِﻢُّ ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕُ
‘আলহামদুলিল্লা-হিল্লাযী
বিনি‘মাতিহি তাতিম্মুছ
ছা-লিহা-ত’ (সকল প্রশংসা
আল্লাহর জন্য যার অনুগ্রহে
সকল শুভ কাজ সম্পন্ন হয়ে
থাকে)। 


(গ) অপসন্দনীয় কিছু
দেখলে বা শুনলে বলবে,
ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺣَﺎﻝٍ
‘আলহামদুলিল্লা-হি ‘আলা
কুল্লে হা-ল’ (সর্বাবস্থায়
আল্লাহর জন্যই সকল প্রশংসা)।
[18] 


(ঘ) বিস্ময়কর কিছু
দেখলে বা শুনলে বলবে,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ ‘সুবহা-নাল্লা-
হ’ (মহাপবিত্র তুমি হে
আল্লাহ!)। অথবা বলবে, ﺍَﻟﻠﻪُ ﺃَﻛْﺒَﺮُ
‘আল্লা-হু আকবার’ (আল্লাহ
সবার চেয়ে বড়)। [19] 


(ঙ)ভয়ের কারণ ঘটলে বলবে, ﻵ
ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ‘লা ইলা-হা
ইল্লাল্লা-হ’ (আল্লাহ ব্যতীত
কোন উপাস্য নেই)। [20]
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন
যে, ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ
‘সুবহা-নাল্লা-হি
ওয়ালহামদুলিল্লা-হ’ এ দু’টি
বাক্য আসমান ও যমীনের
মধ্যের ফাঁকা স্থানকে
ছওয়াবে পূর্ণ করে দেয়।
ﺍَﻟْﺤَﻤْﺪُ ِِﻟﻠﻪِ ‘আলহামদুলিল্লা-হ’
মীযানের পাল্লাকে
ছওয়াবে পরিপূর্ণ করে দেয়।
[21]

[18] . ইবনু মাজাহ হা/৩৮০৩,
‘শিষ্টাচার’ অধ্যায়-৩৩,
অনুচ্ছেদ-৫৫; হাকেম,
সিলসিলা ছহীহাহ
হা/২৬৫।
[19] . বুখারী হা/৬২১৮-১৯,
‘শিষ্টাচার’ অধ্যায়-৭৮, ১২১
অনুচ্ছেদ; ঐ, হা/৪৭৪১,
‘তাফসীর’ অধ্যায় সূরা হজ্জ
(২২), অনুচ্ছেদ-১।
[20] . বুখারী হা/৩৫৯৮,
‘মর্যাদা সমূহ’ অধ্যায়-৬১,
‘নবুঅতের আলামত সমূহ’
অনুচ্ছেদ-২৫।
[21] . মুসলিম, মিশকাত
হা/২৮১, ‘পবিত্রতা’
অধ্যায়-৩, পরিচ্ছেদ-১।

No comments:

Post a Comment