সিয়াম বা রোযা >
রোযার সংজ্ঞাঃ
রোযার আভিধানিক অর্থঃ বিরত থাকা। আর পারিভাষিক অর্থঃ আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার হারাম কার্যকলাপ বর্জন করার সাথে সাথে পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরত থাকা।
রমযান মাসের রোযা রাখার হুকুমঃ
ইসলামের পাঁচটি রোকনের মধ্যে রোযাও একটি অন্যতম রোকন। এটি ২য় হিজরীর শাবান মাসের ২য় তারীখ সোমবারে ফরজ করা হয়। সুতরাং বাড়ীতে অবস্থানকারী, সামর্থবান, জ্ঞান সমপন্ন ও প্রাপ্ত বয়ষ্ক প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর উপর রোযা রাখা ফরয। আল্লাহ তায়ালা বলেনঃ
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (البقرة
অর্থঃ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযাকে ফরয করে দেয়া হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর তা ফরয করে দেয়া হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পার। (সূরা বাক্বারাঃ ১৮৩)
তিনি আরো এরশাদ করেনঃ
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
অর্থঃ এই সেই রমাযান মাস, যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে সিয়াম পালন করে। (সূরা বাকারাঃ ১৮৫)
নবী এরশাদ করেনঃ
بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أنْ لاَ إلهَ إلاَّ اللهُ ، وَأنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ ، وَإِقَامِ الصَّلاَةِ ، وَإِيتَاءِ الزَّكَاةِ ، وَحَجِّ البَيْتِ وَصَوْمِ رَمَضَانَ (متفقٌ عَلَيه
অর্থঃ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত; এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ তাঁর রাসূল, নামায প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, বায়তুল্লাহ তথা কাবা গৃহের হজ্জ্বব্রত পালন করা এবং রমযান মাসের রোযা রাখা। (বোখারী ও মুসলিম)
হযরত তালহা বিন উবাইদুল্লাহ বলেন; এক ব্যক্তি নবী কে জিজ্ঞাসা করলঃ “হে আল্লাহর রসূল! আল্লাহ আমার উপর কি কি রোযা ফরয করেছেন তা আমাকে বলে দিন। উত্তরে তিনি বললেনঃ ‘ রমযান মাসের রোযা।’ লোকটি বললঃ এ ছাড়া অন্য কিছু কি আমার কর্তব্য আছে? তিনি বললেনঃ “না, তবে যদি তুমি নফল রোযা রাখ, তাহলে ভিন্ন কথা।” ( বোখারী)
তাহলে এ থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে, ইসলামে শুধুমাত্র রমযান মাসের রোযাই ফরয এবং তা ইসলামের অন্যতম রুকন বা ভিত্তি।
No comments:
Post a Comment