স্বামী স্ত্রীদের জন্য
নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন,
যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম
এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন আল্লাহ
সুবহানাল্লাহু তা'য়ালাও তাঁদের উভয়ের প্রতি
রহমতের দৃষ্টি বর্ষণ করেন !
(বুখারী ৬১৯, তিরমিজি ১৪৭৯)
# আর গার্লফ্রেন্ড ওয়ালাদের জন্যঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“ব্যভিচারের একটি অংশ আদম সন্তানের জন্য নির্দিষ্ট
করা আছে । নিঃসন্দেহে এটা সে পাবেই । দুই
চোখের যিনা পরস্ত্রীর প্রতি দৃষ্টিপাত, দুই কানের
যিনা হলো যৌন উত্তেজক কথাবার্তা শোনা, মুখের
যিনা হলো আলোচনা করা, হাতের যিনা স্পর্শ করা,
পায়ের যিনা ঐ উদ্দেশে চলাফেরা করা ।
মন ঐ কাজের প্রতি কু-প্রবৃত্তিকে জাগ্রত করে
এবং তার আকাঙ্ক্ষা সৃষ্টি করে । আর যৌনাঙ্গ এই রকম
অবস্থা সত্যায়িত বা মিথ্যা প্রতিপন্ন করে”
-বুখারীঃ ৬৩৪৩, মুসলিমঃ ২৬৫৭ ।
প্রেম উভমুখী......একই মঞ্চে জান্নাত ও
জাহান্নাম! চাই শুধু একটু সংযমতা, একটু বশ্যতা,
জাহান্নামটাকে পাশ কাটিয়ে জান্নাতটাকে খুজে
নেওয়ার একটুখানি তীব্র ইচ্ছা ।
No comments:
Post a Comment