দুনিয়াতে যেই শিশু বাচ্চারা বিভিন্ন কারনে মারা যায়। তাদেরকে ইব্রাহীম (আঃ) এবং উনার স্ত্রী সারা (আঃ) জান্নাতের কোন এক পাহাড় এর পাঁশে লালন পালন করছেন। যখন কেয়ামত দিবস হবে তখন সেই বাচ্চাদেরকে তাদের পিতামাতার কাছে দিয়ে দেয়া হবে। রাসুল (সঃ) এর একটা হাদিস আছেঃ যদি কেউ ৩ টি সন্তান জন্ম হবার সোময় মারা যাবার পরে সবুর করে আল্লাহ্র উপর তাহলে সেই বাবা মা জান্নাতে যাবে। এমন কয়েকটা হাদিস আছে বাচ্চাদের ব্যাপারে। সুতরাং আমাদের উচিৎ ছোট বাচ্চা মারা গেলে ধৈর্য ধারন করা। ইনশাআল্লাহ্ সেই বাচ্চাদের নিয়ে জান্নাতে থাকতে পারবনে।
মাহমুদ বিন লাবিদ জাবির রা. থেকে বর্ণনা করেন : আমি রসূল সা.-কে বলতে শুনেছি :"সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যার তিনজন সন্তান মারা যায় এবং সে তাদের পূণ্য
তিনি বলেন : আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দু'জন মারা যায়? বললেনঃ "দু'জন মারা গেলেও।" মাহমুদ বলেন : আমি জাবের রা.- কে বললাম, আমার মনে হয় আপনারা যদি একজনের কথা বলতেন, তাহলে তিনি একজনের ব্যাপারেও হাঁ বলতেন। তিনি সায় দিয়ে বলেন : আমিও তাই মনে করি।" (মুসনাদে আহমদ)
No comments:
Post a Comment