দিন-রাত কিসের পিছনে ছুটছেন?
কোন সাফল্যের জন্য বিরামহীন শ্রম দিয়ে চলেছেন? প্রমোশন, ইনক্রিমেন্ট, ডিগ্রী, বেটার জব, বেটার সেলারী, বেটার লিভিং, বেটার এপ্রিসিয়েশন ফ্রম সোসাইটি - এসবের জন্যই তো?
আপনি কি নিশ্চিত যে এদের মাধ্যমে আপনার সফলতা আসবে? কেউ কি বলতে পারবেন যে সাফল্যের শেষ সিঁড়ি কোথায়? কোন পর্যায়ে গেলে আর কোন প্রাপ্তি হলে 'মানুষের' কোন আক্ষেপ, অপূর্ণতা থাকে না? এই প্রতিযোগিতার কি আদৌ কোন শেষ আছে?
আপনি ভাবছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার কোন বিকল্প নেই - আসলেই কি তাই?
Sunday, June 7, 2015
বুখারী, মেশকাত হা/৪৪৯৭
আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন, আমি রাসুল (সঃ) কে বলতে শুনেছি,
'আল্লাহ্র নিকট ছবি মূর্তি অংকনকারীর সবচেয়ে কঠিন সাস্থি হবে।'
(বুখারী, মেশকাত হা/৪৪৯৭)
No comments:
Post a Comment