আল্লাহ্ বলেনঃ
'আমি তোমার পূর্বেও কোন মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে।' (সূরা আম্বিয়া ৩৪-৩৫)
...
আল্লাহ্ বলেনঃ
'যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমান কোন কিছুকেই ছাড়তেন না। কিন্তু তিনি প্রতিশ্রুতি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহুর্তও বিলম্বিত কিংবা তরাম্বিত করতে পারবে না।' (সূরা নাহল ৬১)
...
আল্লাহ্ বলেনঃ
'আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।' (সূরা নিসা ১৮)
...
আল্লাহ্ বলেনঃ
'যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহবা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে যা তারা করতো।' (সূরা নূর ২৪)
...
আল্লাহ্ বলেনঃ
'পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে,এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে,এবং মানুষ বলবেঃ এর কি হল?সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।তোমার রাব্ব তাকে আদেশ করবেন।সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।' (সূরা যীল-যাল)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'সাস্থ ও নেয়ামত এই দুটি জিনিসের সৎব্যাবহার এর ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে।' (বুখারী, মেশকাত ৫১৫৫)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'যদি দুনিয়ার মূল্য আল্লাহ্র কাছে একটি মাছির পাখার সমপরিমাণও হত তাহলে কোন কাফিরকে আল্লাহ্ এক ঢোক পানিও পান করতে দিতেন না।' (মেশকাত হা/৫১৭৭)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
ইবনু ওমর (রাঃ) বলেন একটা রাসুল (সঃ) আমার শরিরের এক অংশ ধরে বললেন, পৃথিবীতে মুসাফির অথবা পথযাত্রীর ন্যায় জীবনযাপন কর। আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসির একজন মনে কর। তারপর আল্লাহ্র রাসুল (সঃ) আমাকে বললেন, ইবনু ওমর, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আসা করোনা আর সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আসা করোনা। অনুসস্থতার পূর্বে সুস্থতাকে আর মরনের পূর্বে জীবনকে মূল্যায়ন কর। (হাদিস বুখারী, মেশকাত হা/৫২৭৪)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
একদা রাসুল রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত ছাগলের বাচ্চার নিকট দিয়ে অতিক্রম করছিলেন, এবং বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এইটাকে এক দিরহাম এর বিনিময়ে কিনতে পছন্দ করবে ? সাহাবীগণ বললেন আমরা তো এটাকে কোন কিছুর বিনিময়েই নিতে পছন্দ করবোনা। তখন রাসুল (সঃ) বললেন, আল্লাহ্র কসম ! এটা তোমাদের কাছে যেটুকু নিকৃষ্ট আল্লাহ্র কাছে দুনিয়া এবং তার সম্পদ তারচাইতে অধিক নিকৃষ্ট !' (মুসলিম, মেশকাত হা/৫১৫৭)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'জাহান্নামকে কামনা বাসনা ধাঁরা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাত ঢেকে রাখা হয়েছে বিপদ-মুসিবত ধারা।' (বুখারী, মুসলিম, মেশকাত হা/৫১৬০)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'বান্দা আমার মাল আমার সম্পদ বলে গর্ব করে। প্রকৃতপক্ষে তার মাল হতে তার (উপকারে আসে)মাত্র তিনটি ! যা সে খেয়ে শেষ করে দিয়েছে বা পরিধান করে ছিঁড়ে ফেলেছে অথবা দান করে (পরকালের জন্য) সংরক্ষন করেছে। এতদিনভর যা আছে তা তার কাজে আসবেনা এবং এগুলা সে লোকদের জন্য (ওয়ারিশদের জন্য) ছেড়ে চলে যাবে।' (মুসলিম, মেশকাত হা/৫১৬৬)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত।' (মুসলিম, মেশকাত হা/৫১৫৮)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'একজন মু’মিন বান্দা এবং কুফর ও শিরক এর মাঝে পার্থক্য হল স্বলাত (নামায) পরিত্যাগ করা অর্থাৎ, যারা স্বলাত (নামায) পড়েন তারা ঈমানদার আর যারা স্বলাত (নামায) পরেনা তারা কাফির ও মুশরিক।' (মুসলিম)
...
রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
'আমাদের মাঝে ও ঐসব মুনাফিক ও কাফিরদের মধ্যে পার্থক্যকারী বস্তু হল স্বলাত (নামায)। অতএব, যে স্বলাত(নামায) পরিত্যাগ করল, সে আল্লাহর সাথে কুফুরী করল।' (তিরমীজি, আবু দাউদ, নাসায়ী,ও ইবনে মাজাহ)
...
আল্লাহ্ বলেনঃ
অর্থঃ তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে, এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম। (সুরা নাযি’আতঃ ৩৭-৩৯)
... আল্লাহ্ আমাদের সঠিক বুঝার আর হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে মৃত্যু দিন। আমীন
No comments:
Post a Comment