বাদশাহ আব্দুল আযিয আল সাউদ (রাহিমাহুল্লাহ) এর বিপ্লবী পদক্ষেপ ..............
এখন কাবাঘরে সকল মুসলিম ১ ইমামের পিছনে নামায পড়ছে। তবে একসময় এমন ছিল না। তখন সৌদি আরব ছিল তুরকিদের দখলে। ৮০১ হিজরিতে তুরকি শাসকরা মুসলিম জাতির প্রাণকেন্দ্র কাবা গৃহে ৪ মাজহাবের নামাযের জন্য ৪টি আলাদা আলাদা মুছাল্লা (ইমামের দাঁড়ানোর জায়গা) তৈরি করে। ৪ মাজহাবি ইমাম আলাদা আলাদা ভাবে নামায পড়াত। ফলে মুসলিম জাতি ৪ ভগে ভাগ হয়ে জাহেলিয়াতের মধ্যে ডুবে যায়।
পরে ১৩৪৩ হিজরিতে সৌদি আরবের প্রতিষ্ঠাতা সাম্মানিত বাদশাহ আব্দুল আযিয আল
সাউদ (রাহিমাহুল্লাহ) ক্ষমতায় আসার পর ওই ৪ মুছাল্লা ভেঙ্গে ফেলেন। ফলে
কুরআন-হাদিসের বিধান মত মুসলিম জাতি আবার ইব্রাহিমি মুছাল্লায় ১ ইমামের
পিছনে নামায আদায় সুযোগ পেয়েছে। যা আজও চালু আছে।
No comments:
Post a Comment