Sunday, June 14, 2015

নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং.......- সহীহ মুসলিম, হাদীস নং ১৫৩৫ ও সুনান আন-নাসায়ী, হাদীস নং ১৫৬০



প্রত্যেক বিদআত হল
ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম
জাহান্নাম ।
নবী (সাঃ) বলেছেন: “নিশ্চয়ই সর্বোত্তম
বাণী আল্লাহর কিতাব এবং
সর্বোত্তম আদর্শ মুহাম্মদের আদর্শ । আর
সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দ্বীনের মধ্যে নব
উদ্ভাবিত বিষয় । আর নব উদ্ভাবিত
প্রত্যেক বিষয়
বিদআত এবং প্রত্যেক বিদআত
হল ভ্রষ্টতা এবং প্রত্যেক
ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম ।"
 

{ সহীহ মুসলিম, হাদীস নং
১৫৩৫ ও সুনান আন-নাসায়ী,
হাদীস নং ১৫৬০ }

No comments:

Post a Comment