Tuesday, June 9, 2015

মুস্তাদরাক হাকিম ১/৩৪৪; মুসনাদুল বাযযার ২/২৫৪, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৪৭



আলী (রা:) বলেন: “বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষন যুদ্ধ করে রাসূলুল্লাহ (সা:) কি করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজদারত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন: ‘ইয়া হাইউ ইয়া কাইঊম (হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক), এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম। দেখি তিনি সাজদা রত অবস্থায় ঐ কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ তাঁকে বিজয় দান করেন।”
-------------
মুস্তাদরাক হাকিম ১/৩৪৪; মুসনাদুল বাযযার ২/২৫৪, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৪৭। হাইসামী হাদীসটির সনদ হাসান বলেছেন।

No comments:

Post a Comment