আবূ সাঈদ খুদরী রাঃ বলেন, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
'যখন লাশকে খাটে উঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয় এ সময় মৃত বেক্তি বলে, আমাকে সম্মুখে নিয়ে চল, যদি সে বেক্তি মুমিন হয়। আর যদি বদকার হয়, তাহলে নিজ পরিবারের লোকদেরকে বলতে থাকে আমাকে কোথায় নিচে যাচ্ছ ? তার এই চিৎকার মানুষ বেতিত সবকিছুই শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ত।'
(বুখারী, মুসলিম, মেশকাত হা/১৬৪৭)
'যখন লাশকে খাটে উঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয় এ সময় মৃত বেক্তি বলে, আমাকে সম্মুখে নিয়ে চল, যদি সে বেক্তি মুমিন হয়। আর যদি বদকার হয়, তাহলে নিজ পরিবারের লোকদেরকে বলতে থাকে আমাকে কোথায় নিচে যাচ্ছ ? তার এই চিৎকার মানুষ বেতিত সবকিছুই শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ত।'
(বুখারী, মুসলিম, মেশকাত হা/১৬৪৭)
No comments:
Post a Comment