প্রশ্ন :‘মুরসাল’
হাদীছ শরী‘আতের দলীল
হিসাবে গ্রহণযোগ্য কি?
উত্তর : যে হাদীছ কোন
তাবেঈ মধ্যবর্তী রাবীর
নাম না করে সরাসরি
রাসূল (ছাঃ) থেকে বর্ণনা
করেন, তাকে ‘মুরসাল’
হাদীছ বলে। ‘মুরসাল’
হাদীছ যঈফ হাদীছের
শ্রেণীভূক্ত। এ জন্য জমহূর
মুহাদ্দেছীনের নিকটে
মুরসাল হাদীছ
সাধারণভাবে দলীল
হিসাবে গ্রহণযোগ্য নয়
(তাদরীবুর রাবী ১/১৯৮) ।
তবে শর্তসাপেক্ষে ‘মুরসাল’
হাদীছ গ্রহণযোগ্য হতে
পারে। যেমন ইমাম শাফেঈ
সহ অপরাপর ইমামগণ উল্লেখ
করেছেন- ১. রাবী উঁচু
স্তরের তাবেঈ হওয়া। ২.
রাবী যে রাবীর কাছ
থেকে ‘ইরসাল’টি করেছেন
তাঁকে ‘ছিক্বাহ’ বা
বিশ্বস্ত বলে উল্লেখ করা।
৩. বিশ্বস্ত অন্য কোন
রাবী’র বিরোধিতা না
থাকা এবং ৪. নিম্নোক্ত
চারটি শর্তের যে কোন
একটি থাকা- যেমন (ক) অন্য
কোন মুসনাদ সূত্রে বর্ণিত
হওয়া। (খ) অপর কোন মুরসাল
সূত্রে বর্ণিত হওয়া। (গ)
ছাহাবীর কওল দ্বারা
সমর্থিত হওয়া। অথবা (ঘ)
অধিকাংশ বিদ্বানের
মতামতের অনুকূলে হওয়া। এ
সকল শর্ত পাওয়া গেলেই
কেবল মুরসাল হাদীছ দলীল
হিসাবে বিবেচিত হতে
পারে (আল-মাজমূ‘ শারহুল
মুহাযযাব ৬/২০৬, তায়সীরু
মুছত্বলাহিল হাদীছ পৃঃ
৬০) ।
হাদীছ গ্রহণযোগ্য হতে
পারে। যেমন ইমাম শাফেঈ
সহ অপরাপর ইমামগণ উল্লেখ
করেছেন- ১. রাবী উঁচু
স্তরের তাবেঈ হওয়া। ২.
রাবী যে রাবীর কাছ
থেকে ‘ইরসাল’টি করেছেন
তাঁকে ‘ছিক্বাহ’ বা
বিশ্বস্ত বলে উল্লেখ করা।
৩. বিশ্বস্ত অন্য কোন
রাবী’র বিরোধিতা না
থাকা এবং ৪. নিম্নোক্ত
চারটি শর্তের যে কোন
একটি থাকা- যেমন (ক) অন্য
কোন মুসনাদ সূত্রে বর্ণিত
হওয়া। (খ) অপর কোন মুরসাল
সূত্রে বর্ণিত হওয়া। (গ)
ছাহাবীর কওল দ্বারা
সমর্থিত হওয়া। অথবা (ঘ)
অধিকাংশ বিদ্বানের
মতামতের অনুকূলে হওয়া। এ
সকল শর্ত পাওয়া গেলেই
কেবল মুরসাল হাদীছ দলীল
হিসাবে বিবেচিত হতে
পারে (আল-মাজমূ‘ শারহুল
মুহাযযাব ৬/২০৬, তায়সীরু
মুছত্বলাহিল হাদীছ পৃঃ
৬০) ।
No comments:
Post a Comment