যে 10টা কারনে আমাদের দোয়া কবুল হয় না।
(1) তোমরা আল্লাহকে চেনো,কিন্তু তাঁকে মান্য
কর না।
(2) তোমরা রাসূল (স) সম্পর্কে জান,কিন্তু তাঁর
সুন্নাতের অনুসরণ কর না।
(3) তোমরা কুরআন সম্পর্কে জান,কিন্তু সে
অনুযায়ী আমল কর না।
(4) তোমরা আল্লাহর নেয়ামতসমূহ ভক্ষণ কর,কিন্তু
তঁার শুকরিয়া আদায় কর না।
(5) তোমরা জান্নাত সম্পর্কে জান,কিন্তু তা অনুসন্ধান
কর না।
(6) তোমরা জাহান্নাম সম্পর্কে জান,কিন্তু তার
থেকে বাঁচার চেষ্টা কর না।
(7) তোমরা শয়তান সম্পর্কে জান,কিন্তু তার
থেকে পলায়ন কর না।
(8) তোমরা মৃত্যু সম্পর্কে জান,কিন্তু তার জন্য
প্রস্তুতি গ্রহণ কর না।
(9) তোমরা মৃতকে দাফন কর,কিন্তু এর থেকে
শিক্ষা গ্রহণ কর না।
(10) তোমরা নিজেদের দোষ চর্চা ভুলে
গিয়েছ, কিন্তু মানুষের দোষ চর্চায় ব্যস্ত রয়েছ।
(কুরতুবী)
No comments:
Post a Comment