Friday, August 7, 2015

ইসলাম এর দাওয়াত



ইসলাম এর দাওয়াত দিতে গেলে যারা বলে থাকে ''আমাকে জ্ঞেন না দিয়ে আপনি নিজের চরকায় তেল দিন' অথবা বলে থাকে 'কুরআন হাদিস আমিও কম বুঝিনা সুতরাং 'আপনি আপনার মেশিনে তেল দিন ।' অন্যদের ব্যাপারে নাক গলাবেন না। তাদের উদ্দেশে একটু বলতে চাইঃ
- একিজন মুসলিম আরেকজন মুসলিম এর ভাইবোন। একজন মানুষ যখন কুরআন সুন্নার সত্যিকার জ্ঞেন অর্জন করতে পারবে তখন সে অবশ্যই চাইবে বাকি সব মুসলিম ভাইবোন ও অমুসলিমদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। সুতরাং এক্ষেত্রে একজন মুসলিম হয়ে এমন বিরক্ত হওয়া মোটেও উচিৎ নয়। দুনিয়াতে কেউ চিরদীন বেঁচে থাকবেনা। বিচার একদিন হবেই ইনশাআল্লাহ্‌। আপনি যদি বলেন আপনি কুরআন হাদিস বুঝেন তাহলে নামায পরেননা কেন ৫ অয়াক্ত ? আপনি কি জানেন না রাসুল (সঃ) বলেছেন 'একজন মুমিন আর সিরক কুফরির মদ্ধে পার্থক্য হচ্ছে সালাত (নামায) !' তিনি আরও বলেছেন 'যে সালাত আদায় করবে সে মুসলিম আর যে সালাত আদায় করবেনা সে কাফের'। তাহলে আপনি কেন নামায পরেন না ? আপনি কি জানেন না আল্লাহ কুরআন এ সব প্রকার নেশাদার দ্রব্ব হারাম করেছেন ? তাহলে মদ,সিগারেট আর অন্যান্য নেশা কিভাবে খাচ্ছেন ? আপনি কি জানেন না কুরআন মাজিদে আল্লাহ নারীদের বলেছেন পর্দা করতে ? আর পর্দার বিধি বিধান রাসুল (সঃ) এর হাদিসে বিস্তারিত থাকা সত্তেও আপনি কিভাবে মডেল হয়ে বেপর্দা হয়ে ডিজিটাল ভাবে ঘুরছেন ? আপনার ইমান থাকলে আর কুয়ারন হাদিসের জ্ঞেন থাকলে তো আপনাকে এই বিষয়ে বলা লাগতনা যেহেতু আপনি সবই জানেন।
যারা বলে থাকে 'আপনি নিজের চরকায় তেল দিন !' তাদের বলতে চাই, আমি তো নিচের চরকায় ই তেল দিচ্ছি। কারন প্রত্যেক মুসলিম এর উপর আল্লাহ ইসলাম এর দাওয়াত পৌঁছে দেয়া ফরয করেছেন। উধাহরন স্বরূপ বলা যায়ঃ আপনি পিকনিকে গেলেন আপনার পরিবার নিয়ে একটা পাহাড়ি এলাকায়। আর সেকানে আপনার চোখের আড়ালে আপনার ছোটো বাচ্চাটি পাহাড়ের ঠিক শেষ মাথায় চলে গেল। আপনি দূর থেকে দেখে জোরে জোরে ডাকছেন কিন্তু বাচ্চা শুনতে পাচ্ছেনা আপনার চিৎকার। কিন্তু আপনি দেখছেন সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে অথচ আপনার বাচ্চাকে বাঁচাতে এগিয়ে জাচ্ছেনা। আর এক সময় বাচ্চাটা পাহার থেকে পড়ে মারা গেল। তখন আপনি ঐ লোকটাকে জিজ্ঞাস করলেন, আপনি আমার বাচ্চাটাকে একটু হাত বাড়ালেই তো বাঁচাতে পারতেন। তখন লোকটা যদি বলে 'আমি কেন বাঁচাব ! আমি আমার নিজের চরকায় তেল দিচ্ছিলাম।' বলুনতো তখন আপনার কেমন লাগবে ?
- জাহান্নামের আগুন তার চেয়ে ভয়ানক। বিচারের মাঠে মুসলিম অমুসলিম সবাই আল্লাহ্‌র কাছে বিচার দিবে কেন তার কাছে দাওয়াত দেয়া হলনা। আর তখন মুসলিমদের এর জবাব দিতে হবে যদি তারা নিজেরাই আমল করে আর মানুষকে দাওয়াত না দেয়। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আর সঠিক বুঝার জ্ঞেন দান করুন। আমীন !

No comments:

Post a Comment