সন্তান হওয়ার জন্য কি দোয়া করতে হবে? অনেকে সন্তান হওয়ার জন্য পীরের মাজারে দরবারে গিয়ে থাকে তা কি ঠিক?
উত্তরঃ সন্তান দেয়া বা না দেয়ার একমাত্র ক্ষমতা মহান আল্লাহর হাতে।
সন্তান না হলে মহান আল্লাহ তায়ালার
শিখানো এই দোয়া বেশি বেশি পাঠ
করুন, হয়ত মহান আল্লাহ তায়ালা সন্তান দান করবেন-
ِّﺏَﺭ ﺐَﻫ ﻟﻰ َﻦِﻣ َﻦﻴﺤِﻠّٰﺼﻟﺍ
উচ্চারণঃ 'রাব্বি হাবলী মিনাস স্বালিহীন।'
অর্থঃ "হে আমার প্রতিপালক! আমাকে এক সৎপুত্র দান কর।" (সূরা সাফফাত,
আয়াতঃ ১০০) সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার হাতে। মহান আল্লাহ তায়ালা বলেনঃ "নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তায়ালারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। (সূরা আশ-শুরা, আয়াতঃ ৪৯-৫০) সুতরাং চাওয়ার হলে সেই সত্ত্বার কাছেই চান যিনি আপনার চাওয়াকে পূর্ণ করবেন। মাজার, পীর, কথিত অলি- আউলিয়ার কাছে গিয়ে বা অন্য কোথাও গিয়ে নিজের ঈমান হারানো ছাড়া বিন্দু পরিমাণও কোন উপকার হবে না। কারণ তারা আপনার কেন নিজেদেরই উপকার বা অপকার
করার কোন ক্ষমতাই রাখেন না।
উত্তরঃ সন্তান দেয়া বা না দেয়ার একমাত্র ক্ষমতা মহান আল্লাহর হাতে।
সন্তান না হলে মহান আল্লাহ তায়ালার
শিখানো এই দোয়া বেশি বেশি পাঠ
করুন, হয়ত মহান আল্লাহ তায়ালা সন্তান দান করবেন-
ِّﺏَﺭ ﺐَﻫ ﻟﻰ َﻦِﻣ َﻦﻴﺤِﻠّٰﺼﻟﺍ
উচ্চারণঃ 'রাব্বি হাবলী মিনাস স্বালিহীন।'
অর্থঃ "হে আমার প্রতিপালক! আমাকে এক সৎপুত্র দান কর।" (সূরা সাফফাত,
আয়াতঃ ১০০) সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার হাতে। মহান আল্লাহ তায়ালা বলেনঃ "নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তায়ালারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। (সূরা আশ-শুরা, আয়াতঃ ৪৯-৫০) সুতরাং চাওয়ার হলে সেই সত্ত্বার কাছেই চান যিনি আপনার চাওয়াকে পূর্ণ করবেন। মাজার, পীর, কথিত অলি- আউলিয়ার কাছে গিয়ে বা অন্য কোথাও গিয়ে নিজের ঈমান হারানো ছাড়া বিন্দু পরিমাণও কোন উপকার হবে না। কারণ তারা আপনার কেন নিজেদেরই উপকার বা অপকার
করার কোন ক্ষমতাই রাখেন না।